শিক্ষার্থীদের সতর্ক থাকতে বললেন মাহিন সরকার

2 days ago 4
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। রোববার (৩১ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে মাহিন সরকার বলেন, ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সতর্ক পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।‘ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা মাহিন সরকার। তিনি নির্বাচনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি।
Read Entire Article