শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সাগর মিয়া রুদ্রকে (১৯) পুলিশের দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সাগর মিয়ার বিরুদ্ধের নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত সাগর মিয়া উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের হাকিম আলীর ছেলে। স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই শিশু শিক্ষার্থীর তার এক সহপাঠীর বাড়িতে খেলাধুলা করতে যায়। পরে রাত হয়ে যাওয়ায় প্রতিবেশী সাগর মিয়া ওই শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিয়ে আসে। পথে অভিযুক্ত সাগর ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার দিয়ে দৌড় দিলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত সাগর মিয়াকে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত জগন্নাথপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠ

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সাগর মিয়া রুদ্রকে (১৯) পুলিশের দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সাগর মিয়ার বিরুদ্ধের নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত সাগর মিয়া উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের হাকিম আলীর ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই শিশু শিক্ষার্থীর তার এক সহপাঠীর বাড়িতে খেলাধুলা করতে যায়। পরে রাত হয়ে যাওয়ায় প্রতিবেশী সাগর মিয়া ওই শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিয়ে আসে। পথে অভিযুক্ত সাগর ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটির চিৎকার দিয়ে দৌড় দিলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত সাগর মিয়াকে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত জগন্নাথপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow