দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা একটি পত্রে এ তথ্য জানানো হয়।
ওই পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে (জুয়েল রানা) প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে শনিবার (১১ জানুয়ারি) রাতে জুয়েল রানার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম সই করা এক পত্রে তাকে শোকজ করা হয়। তাতে বলা হয়- জুয়েল রানার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠছে। যা শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বহিষ্কারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এম এ মালেক/জেডএইচ/জেআইএম