শুভেচ্ছা বার্তায় পরিণীতিকে যা বললেন প্রিয়াঙ্কা

9 hours ago 5

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া। সম্পর্কে বোন হলেও বহুদিন ধরেই তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে গুঞ্জন চলছিল বি-টাউনে। শোনা যায়, তিক্ততার জেরে একজনের সঙ্গে অন্যজনের দূরত্ব বেড়েছে। কিন্তু এবার সেই জল্পনায় নতুন মোড়। মা হওয়ার পর পরিণীতির উদ্দেশে সুদূর নিউইয়র্ক থেকে ভালোবাসা ভরা বার্তা পাঠিয়ে সকলকে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। 

বরাবরই রাঘব-পরিণীতি জুটি সকলের নজর কেড়েছে। আর তাদের সম্পর্কের সমীকরণ বেশ মিষ্টি। একে অন্যকে আগলে রেখে চলে তাদের সংসার। এবার সেই সংসারই পরিপূর্ণ। দীপাবলির আগেই তার পরিবার আলোকিত হয় খুশির আলোয়। পূত্রসন্তানের মা হন পরিণীতি। সে খবরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হতে থাকেন এই অভিনেত্রী। তবে সব শুভেচ্ছার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার বার্তা।

বোন পরিণীতিকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, যাক এতদিনে মালতী খেলার সঙ্গী পেল। পরী তুমি খুব ভালো থেকো।

উল্লেখ্য, ২০২৩ সালে জাঁকজমক ভাবে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বাই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তার সুখের সংসার।

Read Entire Article