শেকৃবির সাবেক উপাচার্যের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

2 months ago 28

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়ার নামে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করেন মো. মিস্টার হোসেন নামে এক ব্যক্তি।

বিশ্ববিদ্যালয়টিতে বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে। তিনি ছাড়াও এ মামলার এজাহারে মোট ২৬৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী তিনি ছাত্র-জনতার হত্যা চেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি ও দুদক।

মামলার এজাহারে তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উল্লেখ করা হয়েছে। বর্তমানে মোহাম্মদপুরে বসবাস করেন।

Read Entire Article