শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পক্ষে আনু মুহাম্মদ

1 month ago 11

নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নাম বদলে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’ করার পক্ষে মতামত দিয়েছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনু মুহাম্মদ। বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শীর্ষক এক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

বক্তব্যে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন গুণী ব্যাক্তি, শিক্ষাবিদ, বিজ্ঞানী, সমাজকর্মী, এমনকি মুক্তিযুদ্ধে যারা বড় ভূমিকা পালন করেছেন তাদের নামের পরিবর্তে শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয়ের নাম হওয়ার কোনো যৌক্তিকতা নেই।’

কেমন বিশ্ববিদ্যালয় চাই সংক্রান্ত আলোচনায় উঠে এসেছিল সাম্প্রতিক সময়ে ঢাকায় বিভিন্ন কলেজের ছাত্রদের মধ্যেকার সহিংস আচরণ ও ঘটনা। এ সময় ৫ আগস্ট পরবর্তী অবস্থায় এমন ঘটনাকে তিনি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এসব হামলা, ভাঙচুর, মারামারি, শিক্ষকদের জোর-জবরদস্তি করা ৫ আগস্টের চেতনার সঙ্গে মেলে না। এটা অদ্ভুত, অবাক করা ও বিস্ময়কর। তিনি প্রশ্ন রাখেন, কীভাবে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো? কারা করলো? কী কারণে এ ধরনের উসকানি তৈরি হচ্ছে।’

সেমিনারে প্রদর্শিত প্রস্তাবিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের প্রশংসা করে তিনি স্থাপত্য ও অবকাঠামো নির্মাণে প্রাণ-প্রকৃতি ও সর্বজনের অংশগ্রহণ সুনিশ্চিত রাখার অভিপ্রায়কে সাধুবাদ জানান।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শীর্ষক এ সেমিনারে অধ্যাপক আনু মুহাম্মদ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. নুরুল হক, অধ্যাপক শরমিন্দ নিলোর্মি, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি ও বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের আকাঙ্ক্ষার কথা জানান। উপস্থিত সব বক্তা তাদের বক্তব্যে জুলাই-আগস্ট অভ্যুথানে আহত-নিহত সবার প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করেন। সেমিনারটির সভাপতিত্ব করেন উপাচার্য ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

Read Entire Article