শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) উচ্চ আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কলারোয়া ও তালা উপজেলা বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশ করে।
কলারোয়ার সমাবেশে মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সমাবেশে উপস্থিত থেকে জনতার উদ্দেশে বক্তব্য দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন প্রমুখ।
এ ছাড়া তালা উপজেলায় এই রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ মিছিল বের হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাস্টার বিশ্বাস ওয়াজেদ আলীসহ বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বিচারের নামে মিথ্যা মামলার অবসান ঘটিয়ে সত্যের জয় হয়েছে। এই রায় প্রমাণ করেছে ন্যায়বিচার কখনো পরাজিত হয় না। স্থানীয় বিএনপি নেতারা আরও বলেন, এই রায় গণতন্ত্রের পক্ষে এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একটি ঐতিহাসিক বার্তা বহন করছে।
উল্লেখ্য,২০০২ সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।