জামালপুরের মাদারগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ রিংকুর গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সিধুলী ইউনিয়নের সদরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি হওয়া ছোট-বড় আটটি গরুর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগী আবু সাঈদ রিংকু। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এবং সদরাবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে।
এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবু সাঈদ রিংকু বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গরুগুলো গোয়ালঘরে রেখে দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ি। রাত একটার দিকে আমার বাবা বাইরে গিয়ে দেখেন সব ঠিক আছে। পরে ভোর চারটার দিকে বের হয়ে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা। বাবার কান্নার চিৎকার শুনে উঠে দেখি গোয়ালে নয়টা গরুর মধ্যে আটটা গরু নেই। ধারণা করা হচ্ছে, চোরচক্র ৯টি গরু নিয়ে পালানোর সময় একটি গরু তাদের হাত থেকে ছুটে যায়। পরে তারা বাকি ৮টি গরু নিয়ে পালিয়ে যায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনার খবর পেয়ে সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।