জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

4 hours ago 6

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। 

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর আসে যে জেনেভা ক্যাম্পে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

তিনি আরও জানান, সেখানে গিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনায় একজন আহত হয়েছেন, তবে শুরুতে তার বিস্তারিত তথ্য কেউ দিতে পারেনি।

নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, জাহিদ কল্যাণপুরের মিজান টাওয়ারে তার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। বুধবার দিবাগত রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হয়ে সামনে এগিয়ে গেলে একটি ককটেল এসে তার মাথায় লাগে, এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহিদকে মৃত ঘোষণা করেন।

Read Entire Article