সালমান শাহর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাট নিয়ে ফের চাঞ্চল্য

3 hours ago 6
বাংলা সিনেমার আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। স্বপ্ন, রোমান্স আর অনন্য অভিনয়ে যিনি গড়ে তুলেছিলেন ঢালিউডের এক নতুন যুগ। হ্যাঁ, তিনি সালমান শাহ—চিরঅমর এক নাম, যে নাম এখনো কোটি দর্শকের হৃদয়ে অনুরণিত হয়। তার মৃত্যুর ২৯ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই পুরনো রহস্য—ইস্কাটন প্লাজার ফ্ল্যাট, যেখানে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন এই নায়ক। সম্প্রতি সেই ফ্ল্যাটে তদন্তে যায় রমনা থানা পুলিশ। ২৯ বছর আগে সিলগালা করে দেওয়া সেই বাসাটির ভেতরের দৃশ্য এবার ভিডিও আকারে প্রকাশ পেয়েছে। বহু বছর পর প্রকাশিত এই ফুটেজ ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ঢাকার ইস্কাটনের সেই বাসা থেকেই উদ্ধার করা হয় সালমান শাহর ঝুলন্ত মরদেহ। সরকারি তদন্তে বিষয়টি অপমৃত্যু বলে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু পরিবার, সহকর্মী ও ভক্তদের দাবি—এটি নিছক আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত হত্যা। এই দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন নায়কের মামা আলমগীর কুমকুম। অবশেষে ২৯ বছর পর তার আবেদনের প্রেক্ষিতে আদালত অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে রমনা থানা পুলিশ নতুনভাবে তদন্তে নেমেছে। তদন্তের অংশ হিসেবে তারা ঘুরে দেখেছে রাজধানীর ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটটি—যেখানে নব্বই দশকে স্ত্রী সামিরা হককে নিয়ে বসবাস করতেন সালমান শাহ। বর্তমানে ফ্ল্যাটটিতে বাস করছেন নতুন মালিক। নতুন মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এ ছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম। আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক অপমৃত্যু মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। সেই আদেশের পরই রাতের মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, ‘সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি সারাজীবন চেয়েছেন তার ছেলের মৃত্যুর সঠিক বিচার হোক। আজ এতদিন পর হলেও আমরা সত্যের পথে এক ধাপ এগোলাম। ইনশাআল্লাহ, প্রমাণ হবে—এটা হত্যা।’ দেশের সবচেয়ে প্রিয় নায়কের মৃত্যু রহস্য নিয়ে ২৯ বছরের জটিলতার পর অবশেষে নতুনভাবে তদন্ত শুরু হয়েছে। এখন প্রশ্ন—হত্যা নাকি আত্মহত্যা, কোন সত্য প্রকাশ পেতে যাচ্ছে? পুরো দেশ তাকিয়ে আছে সেই উত্তরের প্রতীক্ষায়।
Read Entire Article