শেখ হাসিনার নৃশংসতার চিত্র গাছে গাছে ঝুলাল ঢাকা কলেজ ছাত্রদল

2 months ago 31
জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের চিত্র ফেস্টুন দিয়ে ক্যাম্পাসের গাছে গাছে ঝুলিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতৃকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি তাজবিউল হাসান, মো. বনি আমিন সোহাগ, যুগ্ম-সম্পাদক মামুনুর রহমান মামুনসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী। ফেস্টুনে শহীদ আবু সাইদ, বীর ‍মুগ্ধসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর করা নির্যাতনের চিত্র দেখা যায়। এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মামুনুর রহমান মামুন বলেন, খুনি হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আমাদের দেশের মানুষের ওপর যে নৃশংসতা চালিয়েছিল, সেগুলো তুলে ধরাই আমাদের লক্ষ্য। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করা সম্ভব নয়। তিনি বলেন, হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা আর তার নেতাকর্মীরা ছিল লাঠিয়াল সন্ত্রাসীবাহিনী। দেশের ছাত্র-জনতা মিলে এই বিকারগ্রস্ত মহিলার হাত থেকে দেশকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে এবং দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাই বর্তমান সরকারের উচিত দ্রুত দেশে একটা সুন্দর নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যতীত হাসিনার অপরাধের বিচার করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
Read Entire Article