‘শেখ হাসিনার হাতে বাংলার স্বাধীনতা অরক্ষিত ছিল’

1 month ago 21

লাখো শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাতে অরক্ষিত ছিল এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাগপার সভাপতি আবু মোজাফফর মো. আনাছ বলেছেন, ’২৪-এর জুলাই-আগস্টের রক্তঝরা ইতিহাসের মধ্যদিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে পেরেছি এবং মহাবিপদ থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। নতুবা দিল্লি এবং হাসিনা যৌথ ভাবে বাংলাদেশকে গণহত্যার বধ্যভূমিতে পরিণত করত।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাগপা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে চট্টগ্রাম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। 

জাগপা নেতা আনাছ বলেন, বিজয়ের মাসে আনাদের শপথ জাগপা কখনো ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। প্রয়োজন হলে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহসভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে আবারো ভারতীয় দোসরদের বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করব।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আক্তার রুপা, জাগপা চট্টগ্রাম মহানগর জাগপার সাধারণ ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, জেলা জাগপার সহসভাপতি বকুল আক্তার, গোলাম কিবরিয়া, নাসিমা আক্তার, মো. রাসেল, মো. মাহফুজ,  মো. আরমান প্রমুখ।

Read Entire Article