শেফালীর মৃত্যুর পেছনে নতুন সূত্র, চমকে গেল পুলিশ

2 months ago 5
‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালার রহস্যমৃত্যু ঘিরে ধীরে ধীরে খুলছে পর্দা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এবার নতুন তথ্য সামনে আনল পুলিশ। জানা গেছে, মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত জটিলতা—যা তাকে ঠেলে দিয়েছিল হৃদরোগের মারাত্মক ঝুঁকিতে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, মৃত্যুর দিন উপোস ছিলেন শেফালী। কারণ, সেদিন তার বাড়িতে চলছিল সত্যনারায়ণ পূজা। উপোসের মাঝে বিকেলে হালকা খাবার খেয়েছিলেন—এমনই দাবি করেছেন তার বাড়ির রাঁধুনী। অতিথিদের আনাগোনার মধ্যে শারীরিক অবসাদ যেন পিছু ছাড়েনি অভিনেত্রীর। রাত ১০টা পেরোতেই ঘটে বিপর্যয়। আচমকাই অজ্ঞান হয়ে পড়েন শেফালী। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি—ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর তদন্তে নামে ফরেনসিক দল ও স্থানীয় থানার পুলিশ। শেফালীর স্বামী, বাবা-মা, আত্মীয়সহ মোট ১০ জনের জবানবন্দি নেওয়া হয়। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে আসে, বয়স ধরে রাখতে দীর্ঘদিন ধরে হরমোন ইনজেকশন ও নানা ওষুধ নিচ্ছিলেন শেফালী। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াই নাকি মারাত্মক প্রভাব ফেলেছিল তার শরীরে। পুলিশের ধারণা, ওষুধের কারণেই আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তার স্বাস্থ্য।  তবে এখনো রহস্যে ঘেরা এই মৃত্যু। তদন্তে চূড়ান্ত মোড় আসতে পারে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই। দুএক দিনের মধ্যেই সেই রিপোর্ট আসার কথা। এই মৃত্যু শুধুই দুর্ঘটনা, না কি এর পেছনে আছে আরও অজানা অধ্যায়? অপেক্ষা এখন চূড়ান্ত সত্যের।
Read Entire Article