শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

2 months ago 7

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত লাইলি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

শনিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

মৃত লাইলি বেগম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া এলাকার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। এজন্য মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৩ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩৩৮ জন। আর মৃত্যু হয়েছে আটজনের।

এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি। এ জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৬২৬ জন।

শাওন খান/এসআর/জেআইএম

Read Entire Article