শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়া পাড়ায় ঘটনাটি ঘটে। আহতরা শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিকেলে জাগো নিউজকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
মো. নাঈম ইসলাম/এনএইচআর/এএসএম