সাগরে নিম্নচাপের কারণে শেরপুরে জমে ওঠেনি কোরবানির পশুর হাট। বৃহস্পতিবার (২৯ মে) শহরের সবচেয়ে বড় খোয়ারপাড় হাটে ক্রেতা-বিক্রেতার দেখা মেলেনি।
শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম বলেন, বৃষ্টির কারণে প্রথমদিন হাট জমে ওঠেনি। তবে আশা করছি পরের হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা সমাগম বাড়বে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটে জাল নোট শনাক্তের ব্যবস্থাও করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘খোয়ারপাড় পশুর হাটটি বুধবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে। কোনো পশু কিনলে ইজারা বাবদ ক্রেতাকে ৫০০ টাকা ও বিক্রেতাকেও ৫০০ টাকা দিতে হবে। হাটের পাশে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।’
জেলায় এবার কোরবানির হাটে বিক্রির জন্য ৮৫ হাজার ৭৬৩টি পশু রয়েছে। যা জেলার চাহিদার চেয়ে ২৪ হাজার ৫২৩টি বেশি।
আরএইচ/জেআইএম

4 months ago
12








English (US) ·