শেরপুরে ২৩৩ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

9 hours ago 4

শেরপুরে অভিযান চালিয়ে ২৩৩ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রীবরদী উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয় ও শ্রীবরদী উপজেলা প্রশাসন যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান।

অভিযান শেষে জব্দ করা পলিথিন সম্পর্কে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জাগো নিউজকে বলেন, জব্দ করা পলিথিন এখন অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এএসএম

Read Entire Article