শেষ মুহূর্তের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা

2 days ago 7

দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর একে ঘিরে ঢাকাবাসীর শেষ মুহূর্তের কেনাকাটা শুরু হয়ে গেছে। অনেকেই ঈদের পোশাক ও উপহার সামগ্রী আগেই কিনে ফেলেছেন। তবে যাদের কেনাকাটা বাকি ছিল, তারা এখন শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন বাজারে ছুটছেন।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার শপিংমল, মার্কেট ও বিপণিবিতানে কেনাকাটার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ক্রেতারা নতুন পোশাক, জুতা, প্রসাধনী এবং জুয়েলারির দোকানে ভিড় করছেন। দুপুরের পর এই ভিড় আরও বাড়তে থাকে, আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীরা যেন দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতাদের ঢল সামলাতে।

মিরপুর শপিং সেন্টারে কেনাকাটা করতে আসা আলাউদ্দিন নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, ঈদে নতুন জামা বাধ্যতামূলক! পরিবারের সবার জন্য তালিকা তৈরি করে কেনাকাটা শুরু করেছিলাম। আজকেও কিছু কেনাকাটার জন্য মার্কেটে এসেছি।

মিরপুর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী আমানুল্লাহ বলেন, ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে। অনেকে এর মধ্যে বাড়িও চলে গিয়েছেন। তবে যেসব ক্রেতা দেরি করে বোনাস পেয়েছেন, তারাই এখন আসছেন, কেনাকাটা করছেন। এখন ভিড় সামলাতে বাড়তি সেলসম্যান রাখতে হচ্ছে।

ব্যবসায়ীরা মনে করছেন ঈদ কেনাকাটার এই ভিড় চাঁদরাত পর্যন্ত অব্যাহত থাকবে। এরপরই সবাই ঈদ উদযাপন করতে নিজ নিজ বাড়ি ফিরবেন।

তাবারুল নামে আরেক বেসরকারি চাকরিজীবী বলেন, আজ (২৯ মার্চ) শেষ কর্মদিবস। আর ঈদের ছুটি শুরু হয়ে গেছে। তাই পরিবারের জন্য বাকি সব কেনাকাটা করতে এসেছি।

এদিকে, রিকশাচালক রিপন ইসলাম ঈদের কেনাকাটা করতে এসেছেন মিরপুর-১০ এ। তিনি জানান, দাম একটু বেশি মনে হচ্ছে। তাই পরিবারের সবার জন্য কিনতে পারিনি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের এক সপ্তাহ আগে থেকেই বিক্রি বাড়তে শুরু করে। আর এখন ক্রেতাদের ভিড় এতটাই বেশি যে, দাম বাড়ানো বা দরদাম করার সুযোগ কমে গেছে। তবে তারা সন্তুষ্ট। কেননা, বাজারে বিক্রি খুব ভালো হচ্ছে।

এসআরএস/এএমএ

Read Entire Article