শেষ হচ্ছে ‘বদমাইশ পোলাপান’

3 weeks ago 11

নাট্যপরিচালক মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপান’। চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে এটি। চার বছরের এ জার্নির শেষ দুটি পর্ব এই সপ্তাহের শেষদিকে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।

নাটকটির গল্পভাবনা পরিচালকের। রচনা করেছেন মোসাব্বের হোসেইন মুঈদ। চারটি সিজনে মোট ৮৮ পর্ব প্রচারের মধ্য দিয়ে ধারাবাহিকটির প্রচার শেষ হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, আয়েশা সালমা মুক্তি, বাপ্পী আশরাফ, প্রত্যয়, মাহিমা, রিয়া বর্মণ, তানজিম হাসান অনিক, রায়হান খান, রাশেদ ইমরানসহ প্রায় অর্ধশতাধিক নবীন-প্রবীণ শিল্পী। নাটকটি প্রযোজনা করেছেন ইয়েন।

নাটকটি নিয়ে বান্নাহ বলেন, “মূলত আমার এ নাটকের দর্শক ছিল স্কুল-কলেজের বাচ্চারা। একদিন তারা স্কুল-কলেজ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, চাকরি করবে। তখন ফেলে আসা দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আমার এ নাটকের কথা মনে করবে। আবেগে হয়তো কেউ কেউ কেঁদেও ফেলবে। নির্মাতা হিসেবে এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালোলাগার। আমি মনে করি, এটা আমার নির্মাতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটক, যা আমাকে যুগের পর যুগ দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে। আমার ভীষণ ভালো লাগে যখন স্কুল-কলেজের রিইউনিয়নে বিশেষত ‘আমার এ ক্লান্ত বিকেল’ গানটি বেজে ওঠে। মনের ভেতর কী যে প্রশান্তি বয়ে যায়, তা বোঝানোর মতো নয়। আমি আমার পুরো ইউনিটের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

নাটকটি ‘পিকক সিরিজ’ ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। নাটকে মোট নয়টি গান ছিল।

Read Entire Article