শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ

5 hours ago 6
পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আলিজাহ শাহ শোবিজ জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, বিনোদন দুনিয়ায় তার অভিজ্ঞতা এতটাই যন্ত্রণাদায়ক যে তিনি আর কখনো ফিরতে চান না। আলিজাহ জানান, শোবিজে তাকে একদিকে হেনস্তা, হয়রানি ও বকেয়া বেতনের মতো সমস্যায় পড়তে হয়েছে, অন্যদিকে সহকর্মীদের অমানবিক আচরণও সহ্য করতে হয়েছে। সেই অভিজ্ঞতা তার মনে গভীর ক্ষত তৈরি করেছে। তার ভাষায় ‘যারা মনে করেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারের জন্য এসব বলেছি, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে নিজের প্রতিই ঘৃণা জন্মেছে। মুখ খোলা মনোযোগ আকর্ষণের জন্য নয়, বরং অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।’ আলিজাহ আরও বলেন, তিনি আর কোনো প্রজেক্ট বা সহানুভূতি চান না। বরং দোয়া করেন যেন এই ইন্ডাস্ট্রিতে আর কখনো না আসতেন ‘দিনের পর দিন ১২ ঘণ্টা ধরে আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগৎ আমাকে যা দিয়েছে, তা আমি ভুলতে পারব না।’ ব্যক্তিগত কষ্টের কথা জানিয়ে তিনি লিখেছেন ‘অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কেঁদেছি। এমন দিনও গেছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করেছে যে বমি করতে করতে শরীর ভেঙে পড়েছে। এই যন্ত্রণা সত্যিকারের, এটি আমার শরীর আর হৃদয়ে রয়ে গেছে। আমি শুধু একা থাকতে চাই।’ এর আগে চলতি বছরের জুলাই মাসেও আলিজাহ শাহ শোবিজের অন্ধকার দিকগুলো নিয়ে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রিতে হয়রানি, বেতন আটকে রাখা এবং বিষাক্ত পরিবেশের শিকার হয়েছেন। আলোচিত ২০২১ সালের র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাটিও তার মানসিক যন্ত্রণাকে আরও গভীর করে তুলেছিল।
Read Entire Article