চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি বিচ্ছিন্ন হয়ে ১৯টি বগি রেখেই ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পটিয়া রেলস্টেশনের অদূরে উপজেলার কচুয়াই ইউনিয়নের বাইপাস সংলগ্ন গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১ হাজার ২০ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় সবাই নিরাপদে ছিলেন।
ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানান, হঠাৎ করেই ট্রেন থেমে যায়। প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে জানতে পারি ইঞ্জিন আলাদা হয়ে গেছে। আমরা প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি।
ট্রেন ইনচার্জ মো. জুবায়েদ বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনের স্প্রিং ছিটকে যাওয়ায় সামনের বগি এগিয়ে যায় এবং পেছনের ১৯টি বগি পটিয়ায় ঘটনাস্থলে আটকে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হলে চট্টগ্রাম থেকে একটি সাপোর্ট ইঞ্জিন রওনা হয়ে রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।
এ বিষয়ে পটিয়া রেলস্টেশন মাস্টার মো. রাশেদুল আলম পাভেল বলেন, রাতে রিলিফ ইঞ্জিন পৌঁছালে পুনরায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায়।