শৌখিন বনসাইয়ের মূল্য ৩ লাখ টাকা

2 months ago 7

রাজধানীতে চলছে বৃক্ষমেলা-২০২৫। গাছ-গাছালিতে ভরে গেছে মেলা প্রাঙ্গণ। পছন্দের গাছ কিনছেন ক্রেতারা। তবে এবার মেলায় বনসাইয়ের দাম উঠেছে ৩ লাখ টাকা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে মেলায় কয়েকটি স্টল ঘুরে দেখা গেছে বনসাই অনেকেরই পছন্দ। ছোট্ট টবে রাখা ৫ থেকে ৬ ফিট উচ্চতার বনসাই। আর এই বনসাই ঘিরেই বৃক্ষমেলায় তৈরি হয়েছে ভিন্ন এক আকর্ষণ।

মেলায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্টলে দেশি-বিদেশি গাছের সঙ্গে এই বনসাই গাছ। কেউ বা ছবি তুলছেন, কেউ আবার করছেন দামাদামি।

।

বিক্রেতারা বলছেন, একমাত্র বৃক্ষপ্রেমিরাই এই গাছের মূল্য বোঝেন। সবাই এই গাছ চিনে না। আবার সবাই কিনতেও পারে না। পুরোটাই শখের বসে এই গাছ মানুষ কিনে থাকেন। কেউ বা বেডরুমে রাখেন কেউবা ড্রইং রুমে গাছটি যত্ন করে রাখেন। এছাড়া কোন রিসোর্ট কিংবা হোটেলে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটি কিনে নেন কর্তৃপক্ষ।

তারা বলছেন, এসব গাছের আকার, বয়স, ও পরিচর্যার মান অনুযায়ী নির্ধারণ হয় মূল্য।

বৃক্ষমেলায় বরিশাল নার্সারির স্টলে কথা হয় বিক্রয়কর্মী জসিমের সঙ্গে। তিনি জানান, এই গাছটা বেড়ে উঠতে অনেক সময় লাগে। সঠিক পরিচর্যার মাধ্যমে এগুলো বিভিন্ন নার্সারি মালিকরা বড় করে।

।

তিনি বলেন, একটি বনসাই গাছের পুরো জীবনজুড়ে প্রতিনিয়ত ছাঁটাই, মাটি পাল্টানো, পানি দেওয়া, এবং আলো-বাতাসে রাখতে হয়।

মেলায় গাছ কিনতে এসেছেন আলী জব্বার। মিরপুরে তার ছাদ বাগান রয়েছে। বনসাই গাছ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,

বৃক্ষপ্রেমিদের কাছে এই গাছ একটা শিল্প, এই গাছ বড় করাও একটা ধৈর্যের পরীক্ষা। সামর্থ্যবানরা এই বনসাই গাছ কেনেন।

।

নার্সারি ব্যবসায়ী আলমগীর কবির বলেন, এই গাছ সাধারণত মানুষ ঘরের মধ্যেই রাখে। দাম দুই হাজার থেকে শুরু হয়। এই গাছের খাবার হলো আলো-বাতাস। আমাদের দেশে থাইল্যান্ডের বনসাই বেশি পাওয়া যায়। অন্যান্য দেশেরও আছে।

তিনি বলেন, এখনকার মানুষ গৃহসজ্জার ক্ষেত্রে বনসাইয়ের দিকে ঝুঁকছেন। বৃক্ষপ্রেমিরা প্রকৃতিকে ভালোবেসে বা মনকে প্রশান্ত রাখতে বনসাই ঘরে রাখেন।

বৃক্ষপ্রেমিরা বলছেন, বনসাই শুধু সৌন্দর্য বাড়ায় না বরং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের প্রতীক এই গাছ।

আরএএস/এসএনআর/জিকেএস

Read Entire Article