শ্রদ্ধাকে প্রকাশ্যে ভালোলাগার কথা জানালেন আমাল

3 hours ago 4

বলিউড সংগীতশিল্পী আমাল মালিক প্রকাশ্যে জানালেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। সালমান খানের সঞ্চালনায় চলা জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চেই নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেন তিনি।

শোয়ের এক পর্বে আমাল বলেন, ‘শ্রদ্ধা কাপুর ছিলেন আমার স্কুলের সিনিয়র। ভীষণ সরল ও সুন্দর মনের মানুষ তিনি। স্কুলজীবন থেকেই আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তসংখ্যা যে এতটা বিশাল, তা একেবারেই প্রাপ্য।’

আমাল আরও জানান শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী’ সিনেমার একটি দৃশ্য তার বিশেষভাবে পছন্দ। যা নিয়ে তিনি আরও বলেন, ‘ওই সিনেমায় একটি দৃশ্য আছে যেখানে শ্রদ্ধা গাড়ি থেকে নেমে সবাইকে মারতে শুরু করে। সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল হাততালি দেয়। সেটি আমারও প্রিয় মুহূর্ত।’

সংগীতশিল্পী এ সময় নিজের পরিবারের কথাও উল্লেখ করেন। তিনি জানান, মালিক পরিবারের সংগীতধারা তো আছেই, তবে তার অন্য দিকগুলোও তিনি দর্শকের সামনে তুলে ধরতে চান।

এবারের ‘বিগ বস ১৯’ শুরু হয়েছে ২৪ আগস্ট। জনপ্রিয় তারকা ও সোশ্যাল মিডিয়া সেনসেশনদের নিয়ে চলছে জমজমাট প্রতিযোগিতা। আমাল এবারের বিগ বস-১৯ এর একজন প্রতিযোগী।
 

Read Entire Article