শ্রাদ্ধানুষ্ঠানে সশরীরে হাজির ‘মৃত’ ব্যক্তি!

4 days ago 8

মৃত ব্যক্তিদের নিয়ে নানারকম মিথ প্রচলিত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে, মৃত ব্যক্তির আত্মারা প্রিয়জনদের সঙ্গে দেখা করতে আসেন। তবে এবার বাস্তবে ঘটেছে তেমনই এক ঘটনা। নিজের শ্রাদ্ধানুষ্ঠানে ফিরে এসেছেন এক ‘মৃত’ ব্যক্তি!

রোববার (১৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের গুজরাটের মেহসানা এলাকায় এক ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সেখানে হাজির হয়েছেন সেই মৃত ব্যক্তি। আত্মারূপে নয়। সশরীরে তিনি জীবিত অবস্থায় ফিরে এসেছেন। এতে হকচকিয়ে গেছেন পরিবারের সদস্যরা। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিরে আসা ওই ব্যক্তির নাম বৃজেশ সুতহার। তিনি গুজরাটের নরোদা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত ২৭ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেও সন্ধান পাননি। এমনকি পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করেন পরিবারের সদস্যরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃজেশ নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর নিকটবর্তী একটি সেতুর কাছে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়। কিন্তু মরদেহ পচে যাওয়ায় তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ফলে গড়নের সঙ্গে মিলে যাওয়ায় পরিবারের সদস্যরা এটিকে বৃজেশের মরদেহ বলে ধারণা করেন। 

পরিবারের সদস্যরা জানান, পরবর্তীতে নিয়ম মেনে মরদেহটি দাহ করা হয়। এরপর শ্রদ্ধা অনুষ্ঠানে হাজির হন তিনি। পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। 

পরিবার জানিয়েছে, বৃজেশ বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনের কারণে হতাশায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করেও কোনো সুফল পাচ্ছিলেন না। ফলে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। 

বৃজেশ ফিরে আসায় আনন্দে বিহ্বল হয়ে গেছেন তার মা। তিনি বলেন, আমরা ওকে সব জায়গায় খুঁজেছি। ওর ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ আমাদের মরদেহ দেখায়। সেটি পচে যাওয়ায় আমরা ঠিকমতো চিনতে পারিনি। ফলে শ্রাদ্ধ-শান্তিও করে ফেলেছি। 

বৃজেশের এক আত্মীয় জানান, আর্থিক কারণে তিনি দীর্ঘদিন অবসাদে ভুগছিলেন। সে কারণে হয়তো তিনি বাড়ি ছেড়ে গিয়েছেন। 

Read Entire Article