ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বোরকা পরে পালাতে গিয়ে ধর্ষক গ্রেপ্তার

3 hours ago 4

রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শাহ আলম (৪০) নামে এক যুবক বোরকা পরে কৌশলে পালানোর সময় স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিঠাপুকুরের চিথলী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শাহ আলম মিঠাপুকুরের চিথলী পশ্চিম পাড়ার বাসিন্দা।

জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিঠাপুকুরের চিথলী পশ্চিম পাড়ায় শাহ আলম জোর করে টেনে নিয়ে গিয়ে ভুট্টাক্ষেতে ধর্ষণ করে। পড়ে অভিযুক্ত শাহ আলম বোরখা পরে পালানোর সময় এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। পরে শিশুটিকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Entire Article