বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি।
ডলারের বিকল্প আনলে ব্রিকস দেশগুলোতে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের
চীন-রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিকস জোট যদি বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালু বা প্রচলিত মুদ্রার বিকল্প ব্যবস্থা গ্রহণ করে, তাহলে জোটের সদস্য দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন।
বিয়ে করতে না চাওয়া বা সম্পর্ক ভাঙা মানেই আত্মহত্যার প্ররোচনা নয়: ভারতের সুপ্রিম কোর্ট
দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, বিয়েতে অস্বীকৃতি বা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়া কষ্টদায়ক হলেও, তা মানুষের জীবনেরই অংশ। দুঃখজনকভাবে এমন ঘটনার পর অনেকেই কষ্টে বা হতাশায় আত্মহত্যা করেন ও এর জন্য আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তোলা হয়। কিন্তু অপরাধের স্পষ্ট প্রমাণ না থাকলে এমন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধের সমালোচনা ইলন মাস্কের
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত রাখার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নতুন আইনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্ক। এর জবাবে অস্ট্রেলিয়া বলছে মাস্ক তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় আছেন।
এখন সত্যের চেয়ে নেতিবাচক খবর দ্রুত ছড়ায়: ঘুসকাণ্ড নিয়ে আদানি
গৌতম আদানি বলেন, আমি আপনাদের এতটুতু বলতে পারি যে, প্রতিটি আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তোলে। প্রতিটি বাধা আদানি গোষ্ঠীর জন্য আরও ভালো করার পথ হয়ে ওঠে। যেহেতু আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করি, আমি আমাদের পরম প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করতে চাই।
পাকিস্তানে নিয়ন্ত্রণে আসছে না সাম্প্রদায়িক সহিংসতা, নিহত বেড়ে ১৩০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় কোনোভাবেই থামছে না সাম্প্রদায়িক সহিংসতা। থেমে থেমে চলছে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা হামলা পাল্টা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ দুই পক্ষের মধ্য বিদ্যমান সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে।
আলেপ্পো থেকে পিছু হটলো সিরিয়ার সেনাবাহিনী
বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার আলেপ্পো শহর থেকে সরে গেছে সরকারি বাহিনী। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। সিরীয় সেনাবাহিনী স্বীকার করেছে, বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের ‘বড় অংশ’ দখল করেছে। তবে তারা জানিয়েছে, পাল্টা আক্রমণের পরিকল্পনা চলছে।
রুশ বন্দিশিবিরে যৌন নির্যাতনের শিকার ইউক্রেনীয় পুরুষেরা: জাতিসংঘ
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১১৪ জন পুরুষ এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। যদিও এই সংখ্যা ভুক্তভোগীদের প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম হতে পারে বলে মনে করছে সংস্থাটি।
দিল্লি বিধানসভায় কংগ্রেস জোটের সঙ্গী হবেন না কেজরিওয়াল
তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে থাকছে না আপ। অর্থাৎ, সব ক’টি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়া’র শরিক হয়েছিল আপ। কিন্তু তাতে লাভ হয়নি। লোকসভায় আপের ভরাডুবি হয়েছে দিল্লিতে। সব আসনেই বিজেপি জিতেছে।
সৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী গ্রেফতার
গ্রেফতার হওয়াদের মধ্যে ১১ হাজার ২৬৮ জনকে আবাসন আইন ভঙ্গ, ৪ হাজার ৭৭৩ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ২ হাজার ৯৮৩ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করছিলেন ১ হাজার ২১২ জন। তাদের ৭৩ শতাংশ ইথিওপিয়ার, ২৫ শতাংশ ইয়েমেনি ও ২ শতাংশ অন্যান্য দেশের।
এসএএইচ/জিকেএস