সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ নভেম্বর ২০২৪

2 months ago 28

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত প্রায় ৪৪ হাজার
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজারে দাঁড়িয়েছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন যে, গাজার বর্তমান পরিস্থিতি পুরো যুদ্ধের সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং পুরো অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

ইসরায়েলি হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত: ইউনিসেফ
লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত দুই মাসে ২০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে প্রতিদিন গড়ে তিনজন শিশু প্রাণ হারাচ্ছে।

আ’লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ‘নূর হোসেন দিবসে’ আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা দেওয়া, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয় নিয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারী সাংবাদিক।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ বাড়ালেন পুতিন
পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করে নতুন একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে এই ঘোষণাটি সামনে এলো। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে।

যুদ্ধের হাজারতম দিনে ‘কখনো আত্মসমর্পণ না করার’ ঘোষণা ইউক্রেনের
রাশিয়ার সঙ্গে যুদ্ধের এক হাজারতম দিন উপলক্ষে নিজেদের প্রতিরোধ ও অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইউক্রেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন কখনো দখলদারদের কাছে মাথা নত করবে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রুশ সেনাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে চালানো এই হামলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং আরেকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়।

পাকিস্তানের রাজধানীতে ১৪৪ ধারার মেয়াদ বাড়লো দুই মাস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পিটিআই’র আসন্ন বিক্ষোভ মোকাবিলায় বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আগামী ২৪ নভেম্বরের এই বিক্ষোভ সামনে রেখে শহরটিতে ১৪৪ ধারার মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই মাস।

চীনে স্কুলের বাইরে গাড়ি দুর্ঘটনা, অনেক শিশু আহত
চীনে একটি প্রাইমারি স্কুলের বাইরে ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হুনান প্রদেশের চাংদো শহরে এই দুর্ঘটনা ঘটে।

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। তেতুলবেড়িয়া বর্ডার ফাঁড়ির পঞ্চম ব্যাটালিয়নের জওয়ানরা পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলায় অবস্থিত আঁচলপাড়া গ্রামে তল্লাশি অভিযান চালিয়েছেন।

বরফ যুগের শিকারি প্রাণীর মমি উদ্ধার, অক্ষত দেহের অনেকাংশ
সাইবেরিয়ায় বরফ যুগের একটি শিকারি প্রাণীর মমির সন্ধান পাওয়া গেছে। স্যাবার টুথ ক্যাট নামে পরিচিত প্রাণীটির এটি প্রথম মমি। এই সন্ধানের পর জীবাশ্মবিদদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কেএএ/এমএস

Read Entire Article