সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ অক্টোবর ২০২৫

9 hours ago 6

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থা, ২০ হাজার শিক্ষার্থী নিহত

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩১ হাজারেরও বেশি শিক্ষার্থী। যুদ্ধ শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে এক হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনিক কর্মী নিহত হয়েছে এবং প্রায় পাঁচ হাজার জন আহত হয়েছেন। একই সময়ে ২২৮ জনেরও বেশি শিক্ষক ও কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

মাদাগাস্কারে অভ্যুত্থান, প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে ক্ষুদ্ধ জেনজিরা, নেওয়া হয়নি পরামর্শ

মাদাগাস্কারের জেনারেশন জেড (জেনজি) আন্দোলনের নেতারা বলেছেন, দেশটির নতুন শাসক কর্তৃক ঘোষিত প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্তে তারা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। সম্প্রতি প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা-কে ক্ষমতা থেকে সরাতে প্রধান ভূমিকা রাখে এই আন্দোলনকারীরা।

ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ মার্কিন গরুর খামারিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্জেন্টিনা থেকে বেশি পরিমাণে গরুর মাংস আমদানির প্রস্তাবে দেশটির গবাদিপশু উৎপাদনকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই পদক্ষেপ মার্কিন পশুপালন খাতের জন্য হুমকিস্বরূপ বলেও মনে করেন তারা।

হোটেলের তোয়ালে চুরির অভিযোগে ইরাক-জর্দান কূটনৈতিক টানাপোড়েন

জর্ডানের রাজধানী আম্মানের একটি হোটেল থেকে তোয়ালে ও অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগে এক কূটনীতিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইরাক। এ বিষয়ে তদন্তের জন্য ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে মিশরীয় গোয়েন্দাপ্রধানের বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে অনুষ্ঠিত এই বৈঠকে গাজায় যুক্তরাষ্ট্রসমর্থিত ‘নাজুক’ যুদ্ধবিরতি আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।

নেতানিয়াহুর স্বীকারোক্তি, যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় ১৫৩ টন বোমাবর্ষণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৮০ বার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংসদ নেসেটের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী বৈঠকে নেতানিয়াহু এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

বিয়ের অনুষ্ঠানে ‘খোলামেলা’ পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ে, ইরানজুড়ে বিতর্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানির মেয়ের জমকালো বিয়ের একটি ফাঁস হওয়া ভিডিও ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পশ্চিমা ধাঁচের বিয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ওই ফুটেজটি তাৎক্ষণিকভাবে সবার নজর কেড়েছে। কারণ, কনে ও কনের মায়ের পোশাক ছিল ‘খোলামেলা’, যা ইরানের মতো একটি দেশে একেবারেই অস্বাভাবিক, যেখানে বাধ্যতামূলক হিজাব ও শালীনতার আইন কয়েক দশক ধরে কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

ক্লিনিকে রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার

চিকিৎসার জন্য ক্লিনিকে আসা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ৫৬ বছর বয়সী চর্মরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। পুলিশে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত ১৮ অক্টোবর তিনি একটি ত্বকের সংক্রমণ নিয়ে পরামর্শ করতে চিকিৎসক প্রবীণের ক্লিনিকে গিয়েছিলেন।

ব্যান্ডের ড্রামার থেকে রাজনীতিবিদ, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন তাকাইচি

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন সানায়ে তাকাইচি। চীনবিরোধী অবস্থানের জন্য পরিচিত ও সামাজিকভাবে রক্ষণশীল রাজনীতিবিদ তাকাইচি মঙ্গলবার (২১ অক্টোবর) জোটের সমঝোতায় দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয়: কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’। তিনি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের কঠোরভাবে সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং যারা গণহত্যা চালাচ্ছে তাদের যেন জবাবদিহি থেকে রেহাই না দেওয়া হয়। খবর আল জাজিরার।

কেএমএন/এএসএম

Read Entire Article