বাংলাদেশের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের ১০ সদস্যের প্রতিনিধি দল আজ আলজেরিয়ায় বাংলাদেশের দূতাবাসে সফর করেছে। তারা চ্যান্সারি অফিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ।
প্রতিনিধিদলটি দুই দেশের মধ্যে জাহাজনির্মাণ খাতে সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করতে এসেছে। রাষ্ট্রদূত মো. নজমুল হুদা তাদের স্বাগত জানিয়ে অর্থনৈতিক অংশীদারত্ব আরও দৃঢ় করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন।
তিনি কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের উদ্যোগের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন, সফরের সময় তারা আলজেরিয়ার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে তাদের ধারণা ও প্রস্তাব শেয়ার করবেন।
প্রতিনিধিদল কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের অর্জন এবং চলমান প্রকল্প সম্পর্কিত একটি ভিডিও প্রেজেন্টেশনও উপস্থাপন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাদের যোগ্যতা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরের সময় তারা আলজেরিয়ার পরিবহন মন্ত্রণালয়, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিনিয়োগ প্রচার কর্তৃপক্ষ, ইকোরেপ শিপবিল্ডিং ইয়ার্ডসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন।
জেপিআই/এমএএইচ/