সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ ডিসেম্বর ২০২৪

15 hours ago 8

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভারতে খ্রিষ্টানদের ক্যারল পার্টিতে হামলা, গ্রেফতার ৪

ভারতের কেরালায় একটি গির্জার ক্রিসমাস ক্যারল পার্টিতে হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) পাথানামথিট্টা জেলার কুমবানাড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাজাখস্তানে প্লেন দুর্ঘটনায় ৩৮ জন নিহত

কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। প্লেনটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহী-নেতৃত্বাধীন নতুন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরের তীরবর্তী তারতুস শহরের কাছে এই ঘটনা ঘটে।

মোজাম্বিকে ক্রিসমাসের দিনে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩

মোজাম্বিকে ক্রিসমাসের দিনেই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। রাজধানী মাপুতোতে অবস্থিত একটি কারাগারে দাঙ্গায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ জন। দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নারদিনো রাফায়েল এ তথ্য নিশ্চিত করেছেন। বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে গত অক্টোবর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। খবর রয়টার্সের।

ইসরায়েলে ফের হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলার দাবি করেছে তারা। এর কয়েকদিন আগে তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়েছিলেন।

ব্লাড ক্যানসারে আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) আক্রান্ত। তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই সিরীয় ফার্স্ট লেডি সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে আছেন। তার চিকিৎসা চলছে।

এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনে ভোট দেবে বিরোধীরা

দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুকে অভিশংসনের জন্য সংসদে বিল উত্থাপন করবে বিরোধীরা। শুক্রবার (২৭ ডিসম্বের) এই বিষয়ে ভোটাভুটি হতে পারে।

এমএসএম/জেআইএম

Read Entire Article