সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি

11 hours ago 7

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনো বিভেদ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ দেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে।

তিনি বলেন, আমরা এ দেশে বসে একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা দেওয়া ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করে দেশ এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন রেজাউল করীম।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তীসময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল ফ্যাসিস্টদের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, দেশবিরোধী অপশক্তি অতীতেও কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারেনি ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।

এএএম/এমআইএইচএস

Read Entire Article