সংসার ভাঙছে মোনালির, গুঞ্জন নাকি সত্যি?

11 hours ago 5

ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের বিবাহ বিচ্ছেদের খবর ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও তিনি নিজে এখনো মুখ খুলেননি, কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করা একটি রহস্যময় পোস্ট যেন সব ধোঁয়াশার মাঝে নতুন করে উত্তেজনা ছড়াল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপনে বিয়ে করেছিলেন মোনালি ঠাকুর। বিয়ের ৩ বছর পর্যন্ত কেউ জানতেই পারেননি মোনালি বিয়ে করেছেন। পরে জানা যায়, সুইজারল্যান্ডের মাইক রিখটার নামে একজনের সঙ্গে ঘর করেছেন তিনি। কিন্তু তারপর শুরু হয় সমস্যা। কাজের জন্য দুজন দুই দেশে। এখন কী তাহলে ডিভোর্স? 

যদিও এতোদিন এই বিষয়ে নিয়ে কোনো বিবৃতি দেননি তিনি। এমনকি কোনো রকম পোস্টও করেননি। তবে এই ডিভোর্স গুঞ্জনের মধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এমন একটি পোস্ট করে বসলেন যা এই বার্তা যেন আরও কিছুটা স্পষ্ট করল এবং আরও জটিল হলো পরিস্থিতি। 

গত ৮ সেপ্টেম্বর, মোনালি ঠাকুর ‘দ্য রিজন’ শিরোনামে একটি ভুতুড়ে ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন। এটি তার ‘এক বার ফির’ গানের মিউজিক ভিডিওর একটি ঝলক। ভিডিওতে তাকে এমন মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে যা মানসিক এবং শারীরিক নির্যাতনের ছবি তুলে ধরেছে, যার মধ্যে শ্বাসরোধের মুহূর্তও রয়েছে। 

মোনালি গানটিকে তার সবচেয়ে ব্যক্তিগত বলে বর্ণনা করেছেন। যদিও তিনি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে এই ছবিগুলোর কোনও যোগ নেই বলে বারবার তিনি ব্যাখ্যা দিয়েছেন।

এদিকে মোনালি এবং মাইকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এই কয়েক বছরে তাদের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে; এখন আর কেউ তাদের দম্পতি হিসেবে কথা বলে না। যেহেতু দুজনে অনেকটা দূরে থাকেন তাই বিয়েতে এমন সমস্যা তৈরি হয়েছে বলে মতো অনেকের।’

Read Entire Article