সংস্কার ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

3 months ago 55

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফর উপলক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (৪ মে) এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে হাইকমিশনার কুক অধ্যাপক ইউনুসকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য শুভেচ্ছা জানান। এটি একটি বড় সম্মান, পুরস্কার প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, অধ্যাপক ইউনূস ৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যেমন বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন, এবং অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

সংস্কার ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

এছাড়াও অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক উদ্যোগ ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা হাইকমিশনারকে জানান, জাতীয় ঐকমত্য গঠনে গঠিত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফার আলোচনা এ সপ্তাহে শুরু হয়েছে এবং শিগগির তা শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের সামুদ্রিক গবেষণা কার্যক্রম আরও উন্নত করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপহাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

এমইউ/এমআইএইচএস/এমএস

Read Entire Article