টিনের চালে ধরেছে মরিচা। কোনও কোনও স্থানে ফুটো হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে ঘরের ভেতরে। ক্ষয়ে গেছে বেড়ার টিন আর কাঠ। দরজা ও জানালারও নাজেহাল অবস্থা। বেহাল ও জরাজীর্ণ এসব ঘরে কষ্ট করে বসবাস করছে চারঘাট উপজেলার আশ্রয়ণ দেড় শতাধিক পরিবার। অভিযোগ উঠেছে নির্মাণের পর থেকে ঘরগুলো আর সংস্কার করা হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শলুয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে আবাসন-১, আবাসন-২ এবং হলিদাগাছি... বিস্তারিত