সকালে ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্ব, সন্ধ্যায় বোমা হামলায় নিহত

2 months ago 56

যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বে বোমা হামলায় আব্দুল হাই (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির একজন কর্মী।

এ ঘটনায় আহত হয়েছেন মো. জিয়া (৩২) নামে অপর একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান হরকরার ছেলে।

স্থানীয়রা জানান, ডুবপাড়া ঈদগাহ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই সমর্থক ও কর্মী আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড়ে অবস্থান করছিলেন। এসময় ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলে এসে আব্দুল হাইয়ের ওপর বোমা ছুড়ে পালিয়ে যায়। এসময় আব্দুল হাই ও মো. জিয়া মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশি অভিযান চলছে।

মো. জামাল হোসেন/এফএ/জেআইএম

Read Entire Article