সখীপুরে কুকুরের দাপট, দুই দিনে আহত ৪০ জন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হঠাৎ করে কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় গত দুই দিনে অন্তত ৪০ জন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। মঙ্গলবার ও বুধবার (১৬ ও ১৭ ডিসেম্বর) তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা বড়চওনা, পৌরসভা, বেতুয়া ও বহুরিয়া চতলবাইদ এলাকার বাসিন্দা। বুধবার সকালে শাহনাজ আক্তার (৩৫), জাহানারা বেগম (৫৫) এবং চার বছরের শিশু মাহিরাসহ কয়েকজন হাসপাতালে আসেন। শুধু বুধবারই দুই শিশুসহ মোট ১৮ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, এর আগের দিন মঙ্গলবার কুকুরের কামড়ে আহত হয়ে আরও ২২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, কুকুরে কামড়ের প্রয়োজনীয় ভ্যাকসিন হাসপাতাল থেকে সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে আহতদের বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, চলতি মাসে

সখীপুরে কুকুরের দাপট, দুই দিনে আহত ৪০ জন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হঠাৎ করে কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় গত দুই দিনে অন্তত ৪০ জন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

মঙ্গলবার ও বুধবার (১৬ ও ১৭ ডিসেম্বর) তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা বড়চওনা, পৌরসভা, বেতুয়া ও বহুরিয়া চতলবাইদ এলাকার বাসিন্দা।

বুধবার সকালে শাহনাজ আক্তার (৩৫), জাহানারা বেগম (৫৫) এবং চার বছরের শিশু মাহিরাসহ কয়েকজন হাসপাতালে আসেন। শুধু বুধবারই দুই শিশুসহ মোট ১৮ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, এর আগের দিন মঙ্গলবার কুকুরের কামড়ে আহত হয়ে আরও ২২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, কুকুরে কামড়ের প্রয়োজনীয় ভ্যাকসিন হাসপাতাল থেকে সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে আহতদের বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চলতি মাসের ১৪ ও ১৫ তারিখেও কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ২০ জন চিকিৎসা নিয়েছিলেন। কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow