গণ-অভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধানের জন্য গঠিত কমিটি জড়িতদের চিহ্নিত করে আগামী ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সত্যানুসন্ধ্যান কমিটির আহ্বায়ক ও স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন:
- নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার
- ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
তিনি বলেন, সত্যানুসন্ধান কমিটির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় আক্রান্ত, আহত এবং প্রত্যক্ষদর্শীরা অনেক অভিযোগ পাঠিয়েছেন। সেসব অভিযোগের ভিডিও, ছবি এবং প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট পাঠিয়েছেন। সত্যানুসন্ধান কমিটি নিজ উদ্যোগেও বিভিন্ন দেশি-বিদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছে। এছাড়া সত্যানুসন্ধান কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কয়েকটি এলাকায় ভাগ করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নিয়েছে।
তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যাদির ওপর ভিত্তি করে সত্যানুসন্ধান কমিটি সহিংস ঘটনায় জড়িতদের অনেককে চিহ্নিত করতে পেরেছে। বর্তমানে সত্যানুসন্ধান কমিটি চিহ্নিতদের পরিচয় নিশ্চিত করার কাজ সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছে। সত্যানুন্ধান কমিটি আশা করছে ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে।
এমএইচএ/এসএনআর/এমএস