সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ, তিন ঘণ্টা পার্কিংয়ে ছিল গাড়ি

9 hours ago 7
দিল্লির লালকেল্লা বিস্ফোরণের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ডা. উমর মোহাম্মদের প্রথম ছবি প্রকাশ পেয়েছে। সোমবার সন্ধ্যায় সাদা হুন্দাই আই২০ গাড়ি ব্যবহার করে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িটি তিন ঘণ্টারও বেশি সময় পার্ক করা ছিল। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হন বলে মঙ্গলবার (১১ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়। ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্ম নেওয়া উমর ‘আল ফালাহ মেডিকেল কলেজে’ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডা. আদিল আহমেদ রাঠের ও ডা. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার জম্মু-কাশ্মীর ও হরিয়ানার পুলিশ বিস্ফোরক রাখার অভিযোগে ওই দুই চিকিৎসককে গ্রেপ্তার করে। সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে উমর ফরিদাবাদ থেকে পালিয়ে যান। তদন্ত সূত্রে জানা যায়, আতঙ্কিত হয়ে তিনি বিস্ফোরণ ঘটান। আরও দুই সহযোগীর সঙ্গে এ হামলার পরিকল্পনা ছিল এবং গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করেছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৩টা ১৯ মিনিটে গাড়িটি লালকেল্লার পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বেরিয়ে যায়। হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত উমরের কাছে পৌঁছায়। এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই গাড়িটি চালিয়ে এগিয়ে আসছেন। সন্দেহভাজন হামলাকারী পুরো সময় গাড়ির ভেতরেই ছিলেন—হয়তো কারও জন্য অপেক্ষা করছিলেন বা নির্দেশের অপেক্ষায় ছিলেন বলে ধারণা পুলিশের। এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ। ফরেনসিক প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ায় দিল্লি ও আশপাশের রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ছিন্নভিন্ন দেহাবশেষ ও ভাঙা গাড়ির টুকরো ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দৃশ্যটি ছিল ভয়াবহ। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে লোকনায়ক হাসপাতালে নেওয়া হয়।
Read Entire Article