সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা ও কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, রাজনৈতিক দলগুলো পৃথকভাবে নিজেরা বৈঠক করার কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় গণতন্ত্রমঞ্চ ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠক করবেন।
এই দুই সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা কালবেলাকে জানান, ‘নানা কারণে জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দলগুলো সনদে স্বাক্ষর করবে কী করবে না, তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। হয়তো সেই প্রেক্ষিতেই ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। এখন দেখা যাক কী ঘটে।’
বিস্তারিত আসছে...