সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা

11 hours ago 6

বিশ্ব নারী দিবস উপলক্ষে আইনজীবী রোটারিয়ান আলেয়া বেগম লাকীকে সংবর্ধনা দিয়েছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ৮ মার্চ দুপুরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও চাঁদপুর উদয়ন কঁচিকাচার মেলার সাবেক আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, নারী উদ্যোক্তা আয়েশা মুন্নি, একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, আর্কাইভ ও নথি ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি।

এ সময় আলেয়া বেগম লাকীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করা হয়। তার কাছ থেকে শোনা হয় সফলতার পেছনে লুকিয়ে থাকা সুখ-দুঃখের গল্প।

আলেয়া বেগম লাকী বলেন, ‘চর্যাপদ একাডেমি আজ যে সম্মান আমাকে দিয়েছে, আমি এতে গৌরব বোধ করছি। এ একাডেমির কার্যক্রম সম্পর্কে আমি অনেক দিন যাবৎ অবগত। আজ আমাকে যে সফল নারী সংবর্ধনার জন্য বাছাই করবে, এটি ধারণাও করতে পারিনি।’

আরও পড়ুন

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, ‘নারী দিবসে একজন সফল নারীকে সংবর্ধনা প্রদান করার মধ্য দিয়ে আমরা নিজেরাই সম্মানিত হই। তার মুখ থেকে সফলতার আড়ালে লুকিয়ে থাকা সুখ-দুঃখের গল্প শুনে আমরা ঋদ্ধ হই।’

চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, ‘একাডেমির পক্ষ থেকে প্রতি বছর নারী দিবসে একজন সফল নারীর বাসভবনে আমাদের চর্যাপদ টিম ছুটে গিয়ে সংবর্ধনা দিয়ে থাকে। এটা আমাদের অনেক দিনের রেওয়াজ। ২০২১ সাল থেকে এ সংবর্ধনা দিয়ে আসছি।’

অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীর জন্ম ১৯৭২ সালে চাঁদপুর শহরের কোড়ালিয়ায়। তিনি বাংলাদেশ মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।

তিনি দীর্ঘদিন ধরে পিএলডিএসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। যুক্ত আছেন রোটারি ক্লাব ও রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গেও। সাংগঠনিক কার্যক্রম ও শিল্প-সাহিত্য চর্চার সুবাদে অনেক দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

এসইউ/এমএস

Read Entire Article