সভাপতি পদে পরিবর্তনসহ ডাকসু গঠনতন্ত্র সংস্কারে ১৮ প্রস্তাব ছাত্র ফেডারেশনের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসুর সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ গঠনতন্ত্রের গণতান্ত্রিক সংস্কারে ১৮টি সংশোধনীর প্রস্তাবনা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখা।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন সাধারণ সম্পাদক সাকিবুর রনি।
এ সময় আরমানুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করে গেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা এবং অধিকার রক্ষায় নির্বাচিত ছাত্র সংসদের কোনো বিকল্প নেই বলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে। ডাকসুকে একটি স্বাধীন, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিতে হলে ডাকসুর গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাকসুর গঠনতন্ত্রের সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে ১৮টি ধারায় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করছে। এই সংশোধনী বাস্তবায়নের মধ্য দিয়ে ডাকসুকে একটি অধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সীমা আক্তার, হাসিবুর রহমান, সিদরাতুল মুনতাহা ওহীসহ অনেকে।