সমন্বয়কের ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

3 months ago 14
ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক বেকার যুবকের কাছে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বির বিরুদ্ধে। এমন একটি কল রেকর্ড বুধবার (১৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে। নাহিদ রাব্বিকে গত ৫ আগস্টের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে উপজেলা আইনশৃঙ্খলা সভাসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে অতিথির আসনে বসতে দেখা যায়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে তাকে। কল রেকর্ডিংয়ে বলতে শুনে যায়, লিখিত পরীক্ষার আগে বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে ৪ লাখ টাকা অগ্রিম দিতে হবে। বাকি টাকা পরীক্ষার পর দিতে হবে।  এ সময় হৃদয় নামে এক ব্যক্তি ২ লাখ টাকা কম দিতে চাইলে সমন্বয়ক রাব্বি বলেন, ১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না।  চাকরি নিশ্চিত হওয়ার পর টাকা পরিশোধ করবেন, হৃদয় এমন কথা বললে নাহিদ রাব্বি বলেন, বাংলাদেশে এসব চলে না। টাকা ছাড়া কিছুই হবে না। অগ্রিম টাকা দিলে চাকরি নিশ্চিত হবে। এরপর হৃদয় নামে ওই যুবক বাসায় গিয়ে তার আব্বুর সঙ্গে কথা বলে টাকা পরিশোধ করবেন বলে কথা দেন।  ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা। ১১৫টি পদের জন্য ১২ হাজার আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের জন্য লড়াই করবেন ১০৮ জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির উপজেলা সমন্বয়ক নাহিদ নাহিদ রাব্বি বুধবার সন্ধ্যায় এ বিষয়ে বলেন, ‘কে বা কারা আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানে এ দেশের সবার প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করলেও কোনো এক অপশক্তি তা রুখে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’  তিনি বলেন, ‘AI-এর সুবিধা নিয়ে ভয়েস আমার মতো মিলিয়ে বিভিন্ন ফেইক আইডি পেজে পোস্ট করে যাচ্ছে, তা দুঃখজনক। সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ সবার হেদায়েত দান করুন।’
Read Entire Article