বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা থেকে বান্দরবানের লামায় যাচ্ছিলেন। পথিমধ্যে নারায়ণগঞ্জ জেলার মেঘনা ব্রিজের ঢালে প্রতিনিধি দলের গাড়িতে নৃশংস হামলা এবং ভাঙচুর করা হয়। গুরুতর জখম হন কয়েকজন। হেনস্তা করা হয় নারী নেতৃবৃন্দকে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসময় সবার মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানায় তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর বারবার হামলা প্রমাণ করে যে, দেশ এখনও ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত হয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা আগের মতোই রাহাজানির রাজত্ব এখনও কায়েম রেখেছে। যার জন্য গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বারবার টার্গেটেড এ্যাটাক এর শিকার হচ্ছেন। সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া সরকারের কর্তব্য। গণঅভ্যুত্থানের চার মাস পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং নাগরিকদের নিরাপত্তাও অনিশ্চিত।
বিজ্ঞপ্তিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদের যেসব দোসর এখনও মুক্তবাতাসে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে তাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।
এনএস/এসএনআর/জেআইএম