সরকারি ওয়েবসাইট হ্যাক করে উপদেষ্টা সেখ বশির-ফারুকীর অপসারণ দাবি

3 weeks ago 5

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েবসাইট হ্যাক করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অপসারণের দাবি করেছে হ্যাকাররা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হয়। তবে ওইদিনই কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয় সাইটটি।

হ্যাকাররা ওয়েবসাইটের নোটিশ বোর্ডে লেখে, ‘সরকারকে আমাদের কঠোর হুঁশিয়ারি, দ্রুত ফারুকী এবং বশিরকে অপসারণ করুন না হলে, সাইবার হামলা চলতে থাকবে! S14M_69 l Sylhet Geng-SG l Cyber Community l Nury Alam Nahid.’

হ্যাক হওয়ার বিষয়টি প্রথমে নজরে আসে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার। এরপর এনএসআইয়ের ওই কর্মকর্তা মানিকগঞ্জের জেলা প্রশাসক, এনএসআইয়ের মানিকগঞ্জের যুগ্ম পরিচালককে বিষয়টি জানান। এরপর জেলা প্রশাসক ডা. মো. মানোয়ার হোসেন মোল্লা ও এনএসআইয়ের কর্মকর্তাদের প্রচেষ্টায় দুপুর সাড়ে ৩টার দিকে ওয়েবসাইটটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, হ্যাকিংয়ের ঘটনা জানার সঙ্গে সঙ্গে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হয়। একই সঙ্গে জেলার সব সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছি।

জেডএইচ/জিকেএস

Read Entire Article