সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

3 weeks ago 11

ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও অন্তত সাতজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ভারতের আগরতলার ত্রিপুরায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এ সময় সম্পদের ক্ষয়ক্ষতি ও জাতীয় পতাকা টাঙানোর খুঁটি ফেলে দেয় এবং পতাকার অবমাননা করে।  এ ঘটনায় ত্রিপুরা পুলিশ সাতজনকে আটক করেছে। এছাড়া তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ ঘটনায় কমপ্লেক্সে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং সহিংসতা এড়াতে মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হলেন- সাব-ইনসপেক্টর দিলু জমাতিয়া ও জয়নাল হোসাইন এবং সার্জেন্ট দেবব্রত সিংহ। 

বিস্তারিত আসছে...
 

Read Entire Article