সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে ডিআরইউর শোক

3 months ago 43

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কমের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বলের মা মিনা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই শোক ও দুঃখ প্রকাশ করেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

এর আগে বুধবার (১১ জুন) ভোরে বার্ধক্যজনিত কারণে রাজধানীর আজিমপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। বুধবার বাদ জোহর নিজ বাড়ির সামনে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনএইচ/এমআইএইচএস

Read Entire Article