সাংবাদিক সুভাষ সিংহসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানিয়েছে।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন ল্যাফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ হাবিবুর রহমান খান ও তার স্ত্রী হাবিবুর রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ, মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ।
দুদক সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ তদন্তধীন। তারা যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

3 weeks ago
18









English (US) ·