সাংবাদিকের ওপর হামলা : অভিযুক্ত চিকিৎসককে ‘রক্ষায়’ মামলা নিলেন ওসি

4 hours ago 4

সাতক্ষীরায় বেসরকারি হাসপাতালে তথ্য সংগ্রহের জেরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মামলা করেছেন। গত সোমবার (১০ মার্চ) রাতে সাংবাদিকের করা অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেছে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক।

এদিকে কোনো প্রকার তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা থানার ওই ওসির বিরুদ্ধে। বুধবার (১২ মার্চ) ডা. হাফিজউল্লাহ বাদী হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি করেন।

অভিযুক্ত চিকিৎসক ডা. মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালট্যান্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক।

অন্যদিকে ভুক্তভোগী মনিরুল ইসলাম মনি বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি।

ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, শহরের নারকেলতলা এলাকার বেসরকারি হাসপাতাল ট্রামা সেন্টারে তথ্য সংগ্রহের সময় হাসপাতালের পরিচালক ডা. হাফিজউল্লাহসহ তার স্টাফরা যৌথভাবে আমার ওপর হামলা করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি আরও বলেন, হামলার সামগ্রিক ভিডিও ফুটেজ দেখে সাতক্ষীরা সদর থানার ওসি আমার করা অভিযোগ মামলা হিসেবে নেন। এর দুই দিন পর একটি কাল্পনিক মামলা সাজিয়ে থানায় জমা দিয়েছেন ডা. হাফিজউল্লাহ। কিন্তু ওই ওসি আমার বিরুদ্ধে করা অভিযোগের কোনো প্রকার তদন্ত ছাড়া মামলা হিসেবে নেন। এভাবে যদি সাংবাদিকদের বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়া মামলা হয়, তাহলে সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকে না। একটি সত্য ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য মামলা দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, আজ সকালে ওসি আমাকে ফোনে করে বিষয়টি মীমাংসা করতে বলেন। আমি রাজি হইনি। আমার মামলা করার দুই দিন পার হলে ডা. হাফিজউল্লাহকে রক্ষা করতে মিথ্যা মামলা গ্রহণ করেন ওসি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল বলেন, সাংবাদিকদের ওপর হামলা মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। সাংবাদিকের ওপর হামলার ঘটনার চার দিন পর কাউন্টার মামলা করায় প্রমাণ হয়, এটি একটি সাজানো মামলা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

সাতক্ষীরা ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম বাবলা বলেন, আমরা এ বিষয়ে বসেছিলাম। কীভাবে বিষয়টি সমাধান করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে মামলার বিষয়টি আমি অবগত নই। এখানে অ্যাসোসিয়েশনের কোনো সম্পৃক্ততা নেই।

অভিযোগ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, সাংবাদিক মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলা গ্রহণ করা হয়েছে।

কোনো তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নেওয়ার সুযোগ রয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হবে।

Read Entire Article