সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা।  রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত গ্র্যান্ড মহলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মনিকা গোমেজ, রবীন্দ্র গোমেজ, ডিউ পি রোজারিও, দানিয়েল কোস্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,  আকবর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ।  সভায় সাইফুল হক বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই তার নাগরিকদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের জন্য তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক  অধিকারের ক্ষেত্রে কোনো  বৈষম্য করতে পারে না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক  পবিত্র  দায়িত্ব। তিনি আরও বলেন,  আমাদের ঐতিহ্যবাহী

সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। 

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত গ্র্যান্ড মহলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মনিকা গোমেজ, রবীন্দ্র গোমেজ, ডিউ পি রোজারিও, দানিয়েল কোস্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,  আকবর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ। 

সভায় সাইফুল হক বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই তার নাগরিকদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের জন্য তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক  অধিকারের ক্ষেত্রে কোনো  বৈষম্য করতে পারে না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক  পবিত্র  দায়িত্ব।

তিনি আরও বলেন,  আমাদের ঐতিহ্যবাহী বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা নিহিত রয়েছে। 

ঢাকা-১২ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সাইফুল হক বলেন, এখানে কোনো নাগরিক তার অধিকারের ক্ষেত্রে কোনো  বৈষম্যের শিকার হবে না। এই এলাকার সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূলে সমন্বিত নীতি-কৌশল গ্রহণ করা হবে। দেশের গণতান্ত্রিক উত্তরণে সামাজিক সম্প্রীতি শক্তিশালী করতে সবাইকে 'এক প্রাণ এক মন' হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow