লক্ষ্য খুব বড় ছিল না, ২০ ওভারে মাত্র ১১৮ রানের। তবে পাকিস্তান শুরুর দিকে কিছুটা চেপে ধরার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়াকে। সেই চাপ বলতে গেলে একা হাতে সাড়িয়েছেন মার্কাস স্টয়নিস।
পাকিস্তানের পেস আক্রমণের দুই সেরা অস্ত্র হারিস রউফ আর শাহিন শাহ আফ্রিদিকে বেধড়ক পিটিয়েছেন। ২৭ বলে ৫টি করে চার-ছক্কায় স্টয়নিস খেলেছেন ৬১ রানের বিধ্বংসী ইনিংস।
এই ইনিংস খেলার পথে বিরল এক রেকর্ডেও নাম লিখিয়েছেন স্টয়নিস। যে রেকর্ডে আগে নাম ছিল কেবল তিনজনের-সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া আর সিকান্দার রাজা।
কী সেই রেকর্ড? টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে ৩০০ রান এবং ২০ উইকেট শিকার করা (আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে) চতুর্থ ক্রিকেটার হয়েছেন স্টয়নিস।
এর আগে ২০২১ সালে বাংলাদেশের সাকিব আল হাসান এক বর্ষপঞ্জিতে ৩২৭ রান এবং ২৫ উইকেট শিকার করেছিলেন। পরের বছর ভারতের হার্দিক পান্ডিয়া ৬০৭ রানের সঙ্গে নেন ২০ উইকেট।
জিম্বাবুয়ের সিকান্দার রাজা এই রেকর্ড গড়েছেন দুইবার। ২০২২ সালে ৭৩৫ রানের সঙ্গে ২৫ উইকেট এবং ২০২৪ সালে ৪৬২ রানের সঙ্গে ২১ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।
এবার এই তালিকায় যোগ হলো মার্কাস স্টয়নিসের নাম। চলতি বছর ৩৩০ রানের সঙ্গে ২১ উইকেট শিকার করেছেন অসি এই অলরাউন্ডার।
এমএমআর/এমএস